Notice of Questions

প্রশ্নের নোটিশ -


প্রশ্ন উত্থাপন করিতে ইচ্ছুক কোন সদস্য তাঁহার অভিপ্রায়ের অন্যূন পূর্ণ পনের দিনের নোটিশ প্রদান করিবেন এবং তিনি যে প্রশ্ন করিতে চাহেন তাহার একটি প্রতিলিপি উক্ত নোটিশের সহিত সংলগ্ন করিবেন; তবে স্পীকার সংশ্লিষ্ট মন্ত্রীর সম্মতি লইয়া এই সময় অপেক্ষা কম সময়ের নোটিশে প্রশ্ন করিবার অনুমতি দিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, কোন সদস্য একদিনে দশটির অধিক প্রশ্নের নোটিশ প্রদান করিতে পারিবেন না।

প্রশ্নের নোটিশের ফরম (প্রতিলিপি)